বিজ্ঞান ও প্রযুক্তি

ফায়ারফক্সের টাশকি

জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের লোগোতে যে প্রাণীটাকে দেখা যায় ওটা কিন্তু ফক্স- মানে শিয়াল নয়। লাল রঙের পান্ডা ওটা। যেটার ইংরেজি নাম ফায়ারফক্স।

♦    প্রথম এক গিগাবাইটের ডিস্ক তৈরি হয় ১৯৮০ সালে। ওটার ওজন ছিল ২২৭ কেজি।

♦    প্রতি সেকেন্ডে অ্যাপল কম্পানির আয় হচ্ছে ৫০০০ ডলার, মানে প্রায় চার লাখ টাকা!

♦    প্রথম পেনড্রাইভ বাজারে আসে ২০০০ সালে। ওটার ধারণক্ষমতা ছিল ৮ মেগাবাইট।

♦    আগামী ২৫ বছরে ৪৭ ভাগ চাকরি চলে যাবে রোবটের দখলে। চাকরি হারাবে প্রায় ৫০ লাখ মানুষ!

♦  তোমাদের অনেকে সারা দিন ক্যান্ডি ক্রাশ খেলে আসছ। এতে ওই কম্পানির কত আয় হচ্ছে জানো? দিনে প্রায় ১৪ কোটি টাকা!

♦  ২০১৩ সালে অ্যামাজন কম্পানির কারখানাগুলোতে কাজ করত প্রায় এক হাজার রোবট। এখন তাদের ২০টি কারখানায় কাজ করছে প্রায় ৪৫ হাজার রোবট!

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button