সারাদেশ

বগুড়া দুপচাঁচিয়ায় মৃত ব্যক্তির করোনার উপসর্গ সন্দেহে ৫টি বাড়ি লকডাউন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলাধীন গোবিন্দপুর ইউনিয়নের খিহালী উত্তরপাড়া গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে মোকছেদ আলী(৭৩) কয়েকদিন যাবত সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত ৮এপ্রিল বুধবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি ঘটলে তার আত্মীয় স্বজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আউটডোরে তাকে ভর্তি করা হয়। এরপর তাকে হাসপাতালের বেডে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। ওইদিন রাতেই মোকছেদ করোনা উপসর্গ সন্দেহে মারা গেছে মর্মে কর্তব্যরত চিকিৎসকগণ তার স্যাম্পল সংগ্রহ করে। পরে হাসপাতালের ব্যবস্থাপনায় ওই রাতেই তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। স্বাস্থ্য বিভাগসূত্রে খবর পেয়ে পরদিন ৯ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এসএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইউনুছ আলী, উপজেলা টেকনিশিয়ান নাজমুল সহ ওই গ্রামে গিয়ে মৃত মোকছেদ আলীর বাড়ি ও তার পার্শ্ববর্তী ৪টি বাড়ি লকডাউন করে দেয়। লকডাউনকৃত বাড়িগুলো হলো ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আকবর আলী, মৃত সামাদ আলীর ছেলে আমজাদ আলী, মৃত জোব্বার খলিফা ও মৃত সাহাদ আলীর ছেলে আজার আলী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button