জাতীয়

ঢামেকে শুরু হলো করোনা রোগী ভর্তি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি শুরু হয়েছে। প্রথম ধাপে করোনায় আক্রান্ত ৩০০ রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেবে দেশের সর্ববৃহৎ এই সরকারি হাসপাতাল। আর দ্বিতীয় ধাপে আরও ৬০০ করোনা রোগী ভর্তি রেখে চিকিৎসা দেয়ার প্রস্তুতি নিয়েছে হাসপাতালটি।

শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, আজ বেলা ১১টার দিকে আমাদের হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তির কার্যক্রম শুরু করেছি। এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জনের বেশি করোনা রোগী ভর্তি করা হয়েছে।

প্রথম ধাপে ৩০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেয়ার জন্য সবধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরের ধাপে আরও ৬০০ থেকে ৭০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেয়ার প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে। দেশের এই ক্রান্তিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীর পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাবে। আমাদের অন্তত এক হাজার করোনা রোগীকে চিকিৎসা দেয়ার সক্ষমতা রয়েছে।

গত ৮ মার্চ দেশে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশে আট হাজার ৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭৫ জন। দিন যত যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

রাজধানীতে শুরু থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি রেখে চিকিৎসাসেবা দিয়ে আসছে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরান ঢাকার নয়াবাজারের মহানগর জেনারেল হাসপাতাল। এর বাইরে আরও কয়েকটি হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের বার্ন ইউনিট ভবনটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। ইতিমধ্যে সেখানে স্থাপন করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও আইসোলেশন ইউনিট। বার্ন ইউনিটের সব রোগীকে ঢাকা মেডিকেলে কাছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যে মেডিসিন ব্লক (ডিএমসি-২), সেখানে ৬০০ শয্যা রয়েছে। সেখানে এক হাজার ২০০ রোগী থাকতেন। ডিএমসি-২ করোনা ইউনিট প্রস্তুত করতে সাত থেকে দশ দিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button