রংপুর বিভাগসারাদেশ

ভুরুঙ্গামারীতে নতুন করে ৪ স্বাস্থকর্মীর করোনা পজিটিভ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ জনে।
বুধবার (১৫ জুলাই) ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ৪ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলোজিস্ট ও তার স্ত্রী তিনি জয়মনিরহাট ইউনিয়নে স্বাস্থ্যসহকারী পদে কর্মরত। গত ৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়।
নার্সরা হাসপাতালে দায়িত্ব পালনের সময় ও টেকনোলোজিস্ট নমুনা সংগ্রহ করতে গিয়ে সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, উপসর্গ দেখা দেয়ার সাথেই তাদের নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়। বর্তমানে তারা মোটামুটি উপসর্গবিহীন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button