রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে আবারো বাড়ছে নদ-নদীর পানি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তাসহ আবারো বাড়ছে সবকটি নদ-নদীর পানি। ধরলা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। পানি উঠেছে বেশ কিছু ঘরবাড়িতেও। পানি বাড়ার ফলে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্ররুপ ধারণ করেছে।
উলিপুর উপজেলার চর বজরা, সদর উপজেলার সারডােব, মোঘলবাসা, ফুলবাড়ী উপজেলার  চর মকলি ও ভূরুঙ্গামারীর উপজেলার  ধাউরারকুঠিসহ ৬৭টি পয়েন্ট ভাঙন অব্যাহত রয়েছে। গত দুদিনে একটি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button