সারাদেশ

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বিআইটিআইডিতে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকার বাসিন্দা।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, শনিবার বিকেলে রোগীকে ভর্তি করানো হয়। ভর্তির পর পরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে, তিনি করোনা আক্রান্ত কি-না।
তিনি আরো বলেন, রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ রয়েছে। তবে অন্যকোন রোগ ছিল না।

এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কি-না।
প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৬১ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫, নোয়াখালীতে তিনজন এবং লক্ষ্মীপুরে ২২ জন ও ফেনীতে একজন।
চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button