বিনোদন

বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান

হাসপাতাল থেকে নিজের বাসায় ফিরলেন নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান। দীর্ঘ চার মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে বৃহস্পতিবার বাসায় ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ। কোয়েল বলেন, অনেক দিন চিকিৎসা নেয়ার পর চিকিৎসক বাবাকে বাসায় ফেরার অনুমতি দিল। বিকেল ৩টায় বাবাকে বাসায় নিয়ে এসেছি আমরা। তবে উনাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চলতে হবে । চিকিৎসক ১৫ দিন পরে চিকিৎসার ফলো আপের জন্য আবারও হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরে সেখান থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তার। গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।

অভিনেতা এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক পান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button