জাতীয়

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ, যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়তন্ত্রের সঙ্গে তুলনা করেন। তিনি রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে বেশ কিছু উপদলে বিভক্ত হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সেই কিংবদন্তি নেতার আজ প্রথম মৃত্যুবার্ষিকী। শারীরিক অসুস্থতার কারণে গত বছরের ২৬ জুন হুসেইন মুহাম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে সেখানেই তিনি মারা যান। তার রক্তে ইউরিয়া, হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ছিল। এছাড়া তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button