জাতীয়

করোনাঃ ঢাকা মেডিকেলে শুক্রবার থেকে রোগী ভর্তি শুরু

শুক্রবার (১ মে) থেকে শুরু হচ্ছে ঢাকা মেডিকেলে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী ভর্তি।

প্রথমধাপে চিকিৎসার জন্য বার্ন ইউনিটে প্রস্তুত করা হয়েছে ৩০০ বেড।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় ধাপে আরও ৬০০ করোনা রোগী ভর্তি রেখে চিকিৎসা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এরই মধ্যে বার্ন ইউনিটে স্থাপন করা হয়েছে আইসিইউ ও আইসোলেশন ইউনিট। আর বার্ন ইউনিটের রোগীদের স্থানান্তর করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ঢাকা মেডিকেলের পরিচালক কে এম নাসির উদ্দিন জানান, এখানে মেডিসিন, সার্জারি, প্রসূতি, শিশু, অর্থোপেডিক ও ইউরোলজি বিভাগ থাকবে।

চিকিৎসক ও নার্সদের থাকা ও আনা-নেয়ার জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button