জাতীয়

করোনায় কাউন্টার টেররিজম পরিদর্শকের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহম্মেদ (৪৩) নামের পুলিশের এক পরিদর্শক মারা গেছেন।

রাজু আহম্মেদ ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের বাসিন্দা।

বলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ২ মে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ৪ মে রাজুকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। এতদিন তিনি আইসিইউতে ছিলেন।

রাজু করোনাভাইরাসে মৃত প্রথম পুলিশ পরিদর্শক। তাকে নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button