সারাদেশ

বগুড়া ধুনটে ঢাকা ফেরত নার্সের বাড়ি লকডাউন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ঢাকা ফেরত একটি নার্সের বাড়ি লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। শুক্রবার সকালে ওই নার্সের বাড়িতে লাল নিশানা টানিয়ে দিয়ে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বেলকুচি মধ্যপাড়া গ্রামের এক নার্স ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসেন। পরে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেন। ওই বাড়ির প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দিয়ে সেখানে গ্রাম পুলিশের মোতায়েন করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, ঢাকায় একটি ক্লিনিকে মেয়েটি নার্সের চাকরি করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে এসেছেন। এ জন্য তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই বাড়িটি লকডাউন ঘোষণা করে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button