রাজশাহী বিভাগসারাদেশ

ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন ও ক্রেস্ট প্রদান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ মহামারী কেভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যে অধিকার নিশ্চিত করি” এ প্রতিপাদ্য স্লোগানকে  সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা,ক্রেস্ট ও  সনদ বিতরন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব হুয়ায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ  আদম। এতে ভার্চুয়াল পদ্ধতিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা ইউসুফ আলী,রাধানগর ইউনিয়ন পরিবার পরিকল্যান পরিদর্শক সাদিকাতুল বারি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সহ বিভিন্ন স্তরের জনগণ। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ অবদানের জন্য ৬ জনকে পুরস্কৃত করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button