জাতীয়

টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজারে টেকনাফ উপজেলায় মালয়েশিয়া ফেরত তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

গত বুধবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুরের জাহাজঘাট থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া অনেক কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে তারা ওই এলাকা দিয়ে ওঠার চেষ্টা করেন।

টেকনাফ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরাঘাট দিয়ে ওঠার সময় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিলেন। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার ফিরে আসেন।

উদ্ধার মো. জোবাইর বলেন, গত দুই মাস আগে ৪১২ রোহিঙ্গা একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেই। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসি। সাগরে এতদিন ভাসমান ছিলাম। তার বাড়ি টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে।

টেকনাফ উপজেলার ইউএনও মো.সাইফুল ইসালাম গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়া ফেরত তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফের ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে আটকরা বেশির ভাগ নারী ও শিশু ছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button