স্বাস্থ্য

চোখের ঘা-এর কারণ ও প্রতিকার

চোখ এবং এর আশপাশে বহু কারণে ব্যথা হতে পারে। কোনো কারণে কর্নিয়ার প্রদাহ এবং পরে ঘা তৈরি হওয়াকে কর্নিয়াল আলসার বা কালো রাজার প্রদাহ বলা হয়।

 চোখে ঘা হওয়ার কারণ: 
* চোখের আঘাতজনিত কারণে এই রোগ সবচেয়ে বেশি হয়। দেশে ধান কাটার মৌসুমে ধানের পাতার আঘাতের কারণে এই রোগের আক্রমণ বেশি দেখা যায়।
* অপুষ্টিজনিত কারণে বিশেষ করে ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়।
* যাদের চোখের পাপড়ির গোড়ায় সব সময় অপরিষ্কার রাখার জন্য প্রদাহ বা ব্লেফারাইটিস হয়, তাদের চোখে কর্নিয়ার প্রদাহ হতে পারে।
* নেত্রনালি বন্ধজনিত চোখের পানি পড়া রোগের কারণেও কালো রাজার প্রদাহ হতে পারে।

রোগের লক্ষণ:
* আলোতে চোখ খুলতে না পারা।
* চোখে প্রচণ্ড ব্যথা হওয়া।
* চোখ লাল হয়ে যাওয়া।
* চোখ থেকে পানি পড়া।
* চোখের কালো মনিতে সাদা দাগ বা ঘা দেখা যাওয়া ইত্যাদি এই রোগের লক্ষণ।

 প্রতিরোধে করণীয়:
* চোখে কিছু পড়তে পারে বা চোখে আঘাত লাগতে পারে এমন পেশায় যারা নিয়োজিত আছেন, তারা কাজ করার সময় চশমা ব্যবহার করতে পারেন।
* চোখে কোনো কিছু পড়লে, বেশি ঘষাঘষি না করে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলা প্রয়োজন।
* সর্বদা নিয়মমতো চোখ পরিষ্কার রাখা বাঞ্ছনীয়।
* নেত্রনালির সমস্যার কারণে পানি পড়া রোগের চিকিৎসা করে নেয়া প্রয়োজন।
* কোনো ধরনের রাসায়নিক পদার্থ যেমন শামুকের পানি, চুনের পানি ইত্যাদি ব্যবহার থেকে দূরে থাকতে হবে। এগুলো ব্যবহারের কারণে রোগ জটিলরূপ ধারণ করে।
* ডাক্তারের পরামর্শে কর্নিয়াতে ঘা হওয়ার আগে ওষুধ ব্যবহার প্রয়োজন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button