সারাদেশ

যশোরে আবারও ১১ জনের করোনা শনাক্ত

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এছাড়াও যবিপ্রবিতে ঝিনাইদহের ২৩টি নমুনা পরীক্ষা করে ৭টি, চুয়াডাঙ্গার ১৩টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে মাগুরার ১টি নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৯টি পজিটিভ এবং ৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে।

চারদিন বন্ধ থাকার পর আজ থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আবারও শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা।

পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ায় যবিপ্রবির জিনোম সেন্টারে আবারও পরীক্ষা শুরু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে বার্তা পাঠিয়েছিল যবিপ্রবি কর্তৃপক্ষ।এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা থেকে নমুনা পাঠানো শুরু হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button