জাতীয়সারাদেশ

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে। কেরানি তৈরির উৎস কিংবা কেরানিনির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলা চেষ্টা অব্যাহত আছে।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থার দিকে সরকার বিশেষ নজর দিয়েছে, প্রতিটি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।’

এমএ মান্নান বলেন, ‘আমরা উন্নয়নের দিকে ছুটছি। মুক্তিযুদ্ধে যাওয়ার আগে অনেকেই ভেবেছিল আমরা পারব কি না, আমরা পেরেছি। আমরা এগিয়ে যাচ্ছি, আর থেমে থাকা যাবে না। যদিও আমাদের অনেক কিছুই কম রয়েছে, আমরা কম পয়সার রাষ্ট্র তবু এ দেশ এগিয়ে যাবে। বাঙালিদের বিকল্প বাঙালিই। তাই কোনো ভয় নেই। এ দেশ এগিয়ে যাবে।’

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ,পুলিশ সুপারসহ কলেজের শিক্ষকরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button