জাতীয়

কলাপাড়ায় আবারো নার্স ও পুলিশ সহ ০৩ জনের করোনা শনাক্ত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গত ২৪ ঘন্টায় পুলিশ ও স্বাস্থ্য সেবিকাসহ নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে তাদের রিপোর্ট পজেটিভি আসে। বিষয়টি
নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, একজন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সদস্য ও অপরজন লালুয়া ইউনিয়নের কলাউপারা গ্রামের বাসিন্দা। আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে। এনিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা- ১৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১২ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, খবর পাওয়া মাত্র স্বাস্থ্য সেবিকার বাসা লকডাউন করে দেয়া হয়েছে। আর কুয়াকাটা পর্যটন পুলিশের সদস্যসহ লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের ব্যক্তির করোনা সনাক্তের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, কুয়াকাটা পর্যটন পুলিশকে তাদের সদস্যের করোনা সনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। তারা ইতিমধ্যে করোনা সনাক্ত হওয়া ব্যক্তির কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন। লালুয়া ইউনিয়নের করোনা সনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে বলা
হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button