খুলনা বিভাগসারাদেশ

১২ বছর পর চাঞ্চল্যকর আসমত হত্যা, মামলার আসামি জাকির গ্রেপ্তার

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রামের চাঞ্চল্যকর আসমত(৩৪) হত্যা মামলার পলাতক আসামি জাকির মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পুলিশের নজর এড়িয়ে দীর্ঘ্য ১২ বছর পলাতক ছিল। শুক্রবার রাতে ভাঙ্গা থানার এএসআই নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার নওপাড়া বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জাকির মাতুব্বর পৌরসদরের গজারিয়া গ্রামের রাশেদ মাতুব্বরের ছেলে। মামলা সূত্রে জানা গেছে,২০০৮ সালের ৫জুন আসামী জাকির মাতুব্বরসহ আসামীরা সংঘবদ্ব ও ষড়যন্ত্রমূলকভাবে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রামের ছাত্তার মাতুব্বরের ছেলে আসমত মাতুব্বরকে হত্যা করে গজারিয়া বিলের মধ্যে ফেলে দেয়। তৎকালীন ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্বার করে জাকিরসহ ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরে মামলাটি পর্যায়ক্রমে ডিবি ও সিআইডি তদন্তভার গ্রহন করে । এই হত্যা মামলায় ৭ জন আসামি জামিনে আছে। পরে মামলাটি তদন্তে নতুন মোড় নেয়। এতে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকান্ডটি ঘটানো হয়েছিল বলে জানা যায়। এ ঘটনায় জড়িত ৮ জনকে আসামী করে সিআইডি পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button