রাজনীতি

ইভিএম ব্যবহারে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ে : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে ঝাঁকিয়ে বসেছে করোনাভাইরাস। করোনা আতঙ্কের মধ্যেই আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ঢাকা-১০ আসনসহ চারটি সংসদীয় আসনে উপ-নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে প্রতিষ্ঠানটির রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন বন্ধ হবে কিনা এমন প্রশ্নে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘সেই প্রশ্নের জবাব কি আর আপনারা এখান থেকে আশা করেন?’

নির্বাচনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা অবশ্যই একটা ঝুঁকি যেটা ইভিএম সিস্টেমে ব্যবহার করলে অবশ্যই ঝুঁকি আছে। ইভিএম সিস্টেম যদি ব্যবহার করা হয়, অনেক ব্যক্তি টাচ করলে অবশ্যই ঝুঁকি আছে।’

নির্বাচন কমিশন (ইসি) সচিব সাবান দিয়ে হাত ধুয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, এটি কটতা যৌক্তিক, এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, ‘সাবান দিয়ে হাত ধুবেন, এটা হতেই পারে। বার বার হাত ধুলে তো সংক্রমণ প্রতিরোধ করা যায়।’

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর নির্বাচন স্থগিত না করার কথা জানান। এ সময় তিনি জানান, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ভোটাররা ভোট দেওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোবেন।

মো. আলমগীর বলেন, ‘আমরা করোনায় নির্বাচনের সুবিধা-অসুবিধা আলোচনা করেছি। যেখানে সুবিধা বেশি। তাই ২১ মার্চ নির্বাচন বন্ধ না করার সিদ্ধান্ত দিয়েছেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনা মোকাবিলার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। ভোট দেওয়ার আগে-পরে তারা এটা ব্যবহার করবেন। আর কেউ যদি নিজেকে করোনায় আক্রান্ত বলে মনে করেন, আমাদের পরামর্শ থাকবে, আপনারা ভোট দিতে আসবেন না।’

এ সময় তিনি আরও বলেন, ‘ভোটার উপস্থিতি যেহেতু কম হবে, সেহেতু নির্বাচনের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকিও কম হবে। এ ছাড়া আপনারা হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধোবেন, তাহলেই হবে।’

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের আজ শুক্রবারের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ এ। এ মরণঘাতী ভাইরাসে প্রাণ গেছে একজনের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button