রাজশাহী বিভাগসারাদেশ

হিলিতে হিজড়াদেরকে খাদ্য সহায়তা প্রদান

হিলি প্রতিনিধি: লাইট হাউস করোনা মহামারীর প্রভাব মেবাবেলার অংশ হিসাবে আইসিডিডিআর, বি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় ৩০ জন হিজড়াকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
আজ সকাল ১১ টায় দিনাজপুরের হিলি শহরের ৩০ জন দরিদ্র ও কর্মহীন হিজড়া এর মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
লাইট হাউস এর হিলি কার্যালয়ে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, এ সময় প্রেস কøাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু সহ সাংবাদিক মুরাদ ইমাম কবির, হালিম আল রাজি, মিজানুর রহমান, আব্দুল আজিজ, কুদ্দুস আলী, সোহেল রানা সহ লাইট হাউস হিলি শাখার ম্যানেজার আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

লাইট হাউস হিলি শাখার ম্যানেজার আরিফুর রহমান বলেন, যৌন সংখ্যালঘু -পুরুষ যৌনকর্মী, হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ৩০ দিনের খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক হিজড়ার মধ্যে চাউল-১২ কেজি, আলু-৪ কেজি, মশুর ডাল-২ কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবন-২ কেজি ও ২ কেজি পিয়াজ বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button