সারাদেশ

লালপুরে আবারো চার হাজার লিটার তেল সহ আটক পাঁচ

লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে রেলের ইঞ্জিনের তেল চুরির ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিভিন্ন সময় র‌্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তেল উদ্ধার ও আটকের ঘটনা ঘটলেও কোন ভাবেই থামছেনা রেলের ইঞ্জিনের তেল চুরি। সময়ের সাথে সাথে চুরির ধরন ও স্থান পরিবর্তন হলেও তেল চুরি চক্রের সদস্যরা থেমে নেই। তারা নিয়োমিত ভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তেল চোর চক্রের বিরুদ্ধে নিয়োমিত অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার টিটিয়া গ্রামের আবেদ মোড়ে এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চার হাজার লিটার রেলের ইঞ্জিনের চোরাই ডিজেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসপি এস এম জামিল আহমেদ জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১টা হতে ভোর ৫টা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন টিটিয়া গ্রামের আবে মোড় এবং পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ফতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই ট্রেনের জ্বালানী (ডিজেল) চার হাজার ৩০ লিটার, মোবাইল-০৩ টি, সিম কার্ড- ০৫ টি, ইজি বাইক-০১ টি সহ চোরকারবারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো লালপুর উপজেলার ডহরশৈল গ্রামের আবেদ আলী মন্ডল (৫৫) ও মুক্তার হোসেন, এবং ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মিজানুর রহমান (৫৫), কামাল হোসেন (৩০) ও শাহজাদা (৪৫)। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় ও পাবনা জেলার ঈশ^রদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button