রংপুর বিভাগ

খানসামায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে’র আওতায় পাট বীজ প্রাপ্ত ২ হাজার চাষির মাঝে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। ‘সোনালি আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর পাট অধিদপ্তর কর্তৃক প্রত্যেক পাটচাষিকে ৩ কেজি করে টিএসপি, এমওপি এবং ৬ কেজি করে ইউরিয়া সার প্রদান করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button