জাতীয়

দেশে নতুন ১০০টি আইসিইউ করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

আইসিইউ তৈরি, পিপিই ও চীনা বিশেষজ্ঞ আনার সুসংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন করে ১০০টি আইসিইউ ইউনিট স্থাপন করছি। পর্যায়ক্রমে ৪০০টি আইসিইউ স্থাপন করা হবে।

তিনি বলেন, কয়েক লাখ পিপিই আনা হচ্ছে চীন থেকে। এ ব্যাপারে আদেশ দেয়া হয়েছে। খুব শিগগিরই বিমানে করে আনা হবে।

কয়েকজন চীনা বিশেষজ্ঞদেরও আনার কথা ভাবা হচ্ছে; তারা এসে দেশে প্রশিক্ষণ দেবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্তদের জন্য আমরা বিভিন্ন হাসপাতাল তৈরি রেখেছি। দুটি হাসপাতালের কথা ভাবছি। একটি হলো শেখ রাসেল গ্যাস্ট্রো ইনস্টিটিউট, আরেকটি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। সেখানে যেকোনো সময় আমরা চিকিৎসা শুরু করতে পারবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button