রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুর আদর্শ কলেজ মাঠে বিয়ের অনুষ্ঠান,কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রনালয়ের নির্দেশ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ‘সৈয়দপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে বিয়ের আয়োজন করায় কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই ব্যাখ্যা চেয়েছে।
চেয়ারম্যানের কাছে মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সংক্রান্ত চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখা থেকে পাওয়া নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ‘সৈয়দপুর আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে গভর্নিং বডি বিয়ের আয়োজন করা সংক্রান্ত পত্রটি পাঠানো হলো।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, স্কুল মাঠে বিয়ের আয়োজন করায় উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির বিরুদ্ধে বিধি-মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আগামী ৭ কর্মদিবসের মধ্যে অত্র বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button