খেলা

মাশরাফি আমাদের অনেক কিছু দিয়েছে: পাপন

বাংলাদেশের ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার স্বর্ণঅক্ষরে লেখা থাকবে। দেশের ক্রিকেটে মাশরাফি  ও সাকিব আল হাসানদের মতো খেলোয়াড়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার সিলেটে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।

বিসিবির প্রধান বলেন, আমি সব সময় দু’টো খেলোয়াড়ের কথা বলি। অধিনায়ক হিসেবে মাশরাফি আর খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান। ওদের কোনো বিকল্প নেই।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার খেলা উপভোগ করার জন্য গিয়েছেন পাপন। এ সময় সিলেট আউটার স্টেডিয়াম পরিদর্শন শেষে সভাপতি পাপন বলেন, আমার মনে হয়েছে, ওকে (মাশরাফি) আপনারা একটু বেশি খোঁচাচ্ছেন। যখন আপনাদের ওর পাশে থাকা উচিত। আসলে ব্যক্তি মাশরাফি আমাদের অনেক কিছু দিয়েছে। বাংলাদেশ দলে ওর অবদান ভোলার মতো নয়। আমরা চাই ওকে রাখতে। যে কারণে তাকে সর্বোচ্চ ছাড় দিচ্ছি।’

এছাড়া তিনি বলেন, যখন মুশফিককে বাদ দিয়ে মাশরাফিকে অধিনায়ক করি, তখন কাউকে জিজ্ঞাসাও করিনি। ওর যতদিন ইচ্ছা খেলে যাবে। আজকের খেলায় বাংলাদেশ দল অসম্ভব ভাল করেছে। লিটন দাশ দলে ফিরেই সেঞ্চুরি করেছে। আর সাইফউদ্দিনকে আমরা মিস করেছি। শেষের দিকে একজন অলরাউন্ডার দরকার ছিল। সেটা আমরা পেয়ে গেছি। ও নিজেকে তৈরী করেই দলে ফিরেছে, তাতে কোনো সন্দেহ নেই।’

খেলার মাঠ নিয়ে তিনি বলেন, ‘আমাদের মাঠের অভাব রয়েছে। মাঠের অভাবে খেলা দেওয়া যাচ্ছে না। আর আন্তর্জাতিক খেলার মাঠ না থাকলে খেলোয়াড় তৈরী হবে কিভাবে? এছাড়া অবকাঠামোর অভাব রয়েছে। আমরা চেষ্টা করছি এসব পরিপূর্ণ করতে। এখানে ‘সিলেটে’আমরা আমেরিকা থেকে ঘাস এনে লাগিয়েছি।’

শেখ হাসিনা স্টেডিয়ামের আপডেট দিয়ে তিনি বলেন, আগামি ৮ তারিখে বোর্ড মিটিংয়ে  বিশেষজ্ঞের নাম প্রস্তাব করতে একটি টিম গঠন করে দেওয়া হবে। ওই বিশেষজ্ঞ টিম পর্যবেক্ষণ করে আমাদের শর্টলিস্ট দেবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button