জাতীয়লিড নিউজ

উত্তরায় গ্যাস লাইন বিস্ফোরণ, যান চলাচল স্বাভাবিক

রাজধানী উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে হাউজ বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় মেট্রো রেলের সড়কের পাশে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ রুটে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অফিসার এরশাদ হোসেন জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানো গেলেও লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button