সারাদেশ

কুড়িগ্রামের রৌমারী রৌমারী সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে আরও একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আরও একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএস। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছাটকড়াইবাড়ি সীমান্ত এলাকার ১০৫৬ আন্তর্জাতিক মেইন পিলারের নিকট থেকে নয়ন মিয়া (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যায়। নয়ন মিয়া ছাটকড়াইবাড়ি গ্রামের সোলেমান হোসেনের ছেলে। বিজিবি জানায়, সীমান্ত গলিয়ে গরু আনার সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এর আগে শুক্রবার মধ্য রাতে গরু ব্যবসায়ী আজাহার আলী (৪২) কে বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক ১০৬১-৪ সাব পিলারের কাছে থেকে বিএসএফ আটক করে নিয়ে যায়। আজহার আলী বেহুলার চর গ্রামের মৃত নাডু শেখের ছেলে। সূত্রমতে, আজাহার আলীকে ভারতের মানকাচর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে বসলে তার আটকের বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button