রাজশাহী বিভাগসারাদেশ

লালপুরে রেকর্ড এক দিনে সাত জনের করোনা শনাক্ত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় করোনা ভাইরাস সনাক্তের সর্বচ্চ রেকর্ড এক দিনে সাত জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জনে।
শুক্রবার (১৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ই-মেইল বার্তায় করোনা ভাইরাসের এ শনাক্তের খবর আসে। আক্রান্ত সকলেই পুরুষ মানুষ। আক্রান্তদের মধ্যে একজন ড্রাইভার, দুইজন কৃষক,দুই জন যুবক, এক জন ব্যবসায়ী ও এক জন শ্রমিক। আক্রান্তরা হলো উপজেলার ওয়ালিয়ার দুই জন, এদের মধ্যে পূর্বসাহা পাড়ার এক জন বাস চালক (৩৭), এবং একই গ্রামের পূর্বপাড়ার এক যুবক (২৫), নবীনগর গ্রামের কর্মজিবি এক জন যুবক (২৬),লক্ষণবাড়ীয়া গ্রামে একজন আম ব্যবসায়ী (৩৯), হাজীরহাট ভবানীপুর গ্রামের এক জন কৃষক (৩৯), ইসলামপুর গ্রামের ১জন কৃষক (৩৫), ঘাটচিলান এক জন রুপপুর পারমানবিক শ্রমিক (৩৬)।
এপর্যন্ত লালপুর উপজেলায় চার শত ৯৯ জনের নমুনা পরীক্ষায় মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button