রংপুর বিভাগ

নীলফামারীতে স্বপ্ন দিশারীর ঈদ উপহারে মুখে হাসি ফুটল ৭০ জন পথশিশুর

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্বপ্ন দিশারী নামের একটি সমাজ সেবামূলক সংগঠন ৭০ জন পথশিশুর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আবিদা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, মিলন মোস্তাফিজ, জিম, লিকসন,নিশাদসহ অন্যান্য সদস্যবৃন্দ ওই পথশিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, চাল, চিনি, আটা, তেল সেমাই, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সধারন সম্পদক খন্দকার আবিদা সুলতানা বলেন, পথশিশুদের হাসিই জানান দিচ্ছে কতটা সামান্য উপহারে তারা কতটা খুশি।এটাই আমাদের প্রশান্তি। এই হাসিমাখা মুখগুলো দেখার জন্যই তো স্বপ্ন দিশারী এর সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যায়। সকল কষ্ট ঘুচে যায় এদের দেখলে।
তিনি আরো জানান এর পূর্বে সংগঠনের পক্ষ হতে একশ জন পথশিশুকে ইফতারের ব্যবস্থা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button