শিক্ষাঙ্গন

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও সাইকেল চুরি

রাবি প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। এই বন্ধ সময়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ্ হল থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী এম. এইচ. আর হাবীব খান বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রয়েছে। তিনি সেদিনই হল থেকে বের হয়ে যান। সচরাচর সবাই হলের মসজিদের সামনে সাইকেল রাখেন বলেই তিনিও সে জায়গায় সাইকেলটি রাখেন। পরবর্তীতে গত ১৩ আগষ্ট রাজশাহীতে আসলে তিনি গতকাল ১৬ আগষ্ট হলে আসেন। হল প্রাধ্যক্ষের অনুমতিক্রমে তিনি হলে প্রবেশ করে তার কিছু বই, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় নেন। পরবর্তীতে হলের মসজিদের সামনে রাখা তার সাইকেল নিতে গিয়ে দেখেন তার সাইকেল নেই। পরবর্তীতে তিনি হলের ভিতরে সবখানে খুঁজেও সাইকেলটি পান নি।

তিনি আরো জানান, মসজিদের সামনের সে জায়গায় এখনও তিনটা সাইকেল আছে কিন্তু তার সাইকেলটি নেই। তার সাইকেলটি তুলনামুলক ভালো হওয়ায় টার্গেট করে চুরি করা হয়েছে বলে আমি মনে করি।
জানতে চাইলে মাদার বখশ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম বলেন, এটা পুরো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীরা হলের বিভিন্ন জায়গায় সাইকেল রাখেন। আমরা অবশ্যই বিষয়টি দেখবো। যেহেতু হল থেকে বের হওয়ার একটিই গেইট আছে। সেই গেইটটি সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, হল বন্ধ থাকা সত্বেও হল থেকে চুরির ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত। আমি চুরি হওয়া সাইকেলটি উদ্ধার করতে ওই হলের প্রাধ্যক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button