দুর্যোগসারাদেশ

কুষ্টিয়ায় ৭টি স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অভিযানে ৫শ গ্রাম স্বর্ণসহ (৭টি বার) তাওয়াবুর রহমান নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ভোর ৫ টার সময় ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে তাওয়াবুরকে আটক করে বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টহল দল।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্ণেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে  ঢাকা থেকে মেহেরপুর হয়ে একজন চোরাকারবারি ভারতে স্বর্ণ পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি’র ২নং গেটের সামনে ঢাকা থেকে মেহেরপুর গামী এসবি পরিবহনে অভিযান চালিয়ে তাওয়াবুর কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসি করে বিশেষ ভাবে রাখা অবস্থায় ৭টি স্বর্ণেরবার যার ওজন ৫শ গ্রাম উদ্ধার করা হয়।

আটক তাওয়াবুর মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র। আটক স্বর্নসহ তাওয়াবুরকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button