দুর্যোগসারাদেশ

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালিয়ে দুই হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- পাবনা সদরের ভবানীপুর এলাকার মৃত হাতেম প্রামানিকের ছেলে রাকিবুল ইসলাম (৩৫) ও বরিশাল বাকেরগঞ্জ এলাকার আবু সালেক হাওলাদারের ছেলে মো. রবিন হাওলাদার (২৬)।

এ সময় রাকিবুল ইসলামের কাছ থেকে সাড়ে ১৩শ পিস ও রবিন হাওলাদারের কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি হুইস্কিসহ (মদ) একজনকে আটক করে।

শুক্রবার বিকাল ৩টার দিকে সদর ইউনিয়নের কেরুণতলী এলাকায় এ অভিযান চালায়।

এ সময় মো. ফয়সল (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সে একই এলাকার মো. আব্দুস সালামের ছেলে।

আসামিদের থানায় সোপর্দ করে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ রায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button