দুর্যোগসারাদেশ

মহানন্দা ব্রীজ হতে ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর পাশে
অবস্থিত মহানন্দা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ
ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। এ সময়
অভিযানে ২ যুবককে আটক করেছে বিজিবি-৫৯।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল
হাসান ফেনসিডিলসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুর পৌণে
১২টায় জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত
সাড়ে ১০টায় ব্যাটালিয়নের হাবিলদার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন একটি
টহল দল মহানন্দা ব্রীজ চেকপোস্টে নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময়
জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী আরপি স্পেশাল
রোকেয়া বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের দুইজন যাত্রি
মুন্সিগঞ্জ জেলার মহাখালী গ্রামের মৃত শাহজামাল খন্দকারের ছেলে মো. আসলাম
হোসেন (৩৪) এবং মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. জুকুন হোসেন (৩৫)
কে ৭৬ হাজার টাকা মূল্যের ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক
ফেনসিডিলসহ আটক করা হয়।
পরে আটককৃত মালামালসহ ধৃত আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল
থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button