অর্থনীতিআন্তর্জাতিক

অর্থনীতি ঝিমিয়ে পড়ার ইঙ্গিত জিএসটি আদায়ে

এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থনীতির বৃদ্ধি হয়েছে গত ছ’বছরের সবচেয়ে কম হারে (৫ শতাংশ)। পরের দু’মাসে যে সেই স্লথগতি আরও স্লথ হয়েছে তার ইঙ্গিত মিলছে জিএসটি আদায়ে। অগস্ট মাসে মোট জিএসটি আদায় চলতি অর্থবছরে দ্বিতীয়বার ১ লক্ষ কোটি টাকার গণ্ডির নীচে নামল। গত মাসে জিএসটি আদায় হয়েছে ৯৮,২০২ কোটি টাকা। এর আগে জুন মাসে ১ লক্ষ কোটি টাকার কম জিএসটি আদায় হয়েছিল। সেই মাসে আদায় হয়েছিল ৯৯,৯৩৯ কোটি টাকা।

জুলাই মাসে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় জিএসটি আদায়ের লক্ষ্যমাত্রা ফেব্রুয়ারি মাসে পেশ করা অন্তবর্তী বাজেটের তুলনায় প্রায় ১৩ শতাংশ কমিয়ে ৬.৬৩ লক্ষ কোটি টাকা স্থির করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই লক্ষ্যমাত্রায় পৌঁছোতে হলে প্রতি মাসে মোট জিএসটি আদায় (সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এবং কম্পেনশেসন সেস) ১ লক্ষ টাকার বেশি হতে হবে।

তবে, গত বছরের তুলনায় এ বছর এপ্রিল থেকে অগস্ট অবধি মোট জিএসটি আদায় বেড়েছে। গত বছর এপ্রিল-অগস্ট পর্বে আদায় হয়েছিল ৪,৮৩,৫৩৮ কোটি টাকা। এ বছর আদায় হয়েছে ৫,১৪,৩৭৮ কোটি টাকা — ৬.৩ শতাংশ বৃদ্ধি।

জিএসটি আদায় আশানুরূপ বৃদ্ধি না পাওয়ার আরেকটা বড় কারণ করফাঁকি। এ দিন প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, গত মাসে ৭৫.৮০ লক্ষ ব্যবসায়ী সেল্ফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জিএসটিআর ৩বি ফর্মে রিটার্ন দাখিল করেন।

জিএসটি ফাঁকি দেওয়া ঘটনা ক্রমশ সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত মাসে কর দপ্তরের আধিকারিকরা জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবছরে তাঁরা মোট ৩৭,৯৪৬ কোটি টাকা এবং চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৬,৫২০ কোটি টাকা জিএসটি ফাঁকির হদিশ পেয়েছেন। সেই সঙ্গে রয়েছে পণ্য-পরিষেবা বিক্রির ভুয়ো ইনভয়েস দেখিয়ে জিএসটি ফাঁকি দেওয়ার ঘটনাও।

এই সমস্যা দূর করতে প্রথমে ব্যবসায়ীদের ‘ইনভয়েস ম্যাচিং’-এর কথা বলা হলেও সেই প্রস্তাব পিছিয়ে দেওয়া হয়। সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ‘ইনভেয়স ম্যাচিং’ দ্রুত শুরু করার পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একটি চিঠি লেখেন। ২৭ অগস্ট লেখা ওই চিঠিতে তিনি জিএসটি ফাঁকির বিভিন্ন ঘটনার তদন্তেরও দাবি জানান। অমিত মিত্র প্রস্তাব দেন, আগামী অক্টোবর থেকে বড় সংস্থাগুলির জন্য ‘ইনভয়েস ম্যাচিং’ ব্যবস্থা শুরু করা হোক এবং ছোট ব্যবসায়ীদের জন্য আগামী জানুয়ারি থেকে। এই ‘ইনভয়েস ম্যাচিং’ না থাকার কারণেই জিএসটি ফাঁকির যথেচ্ছ ঘটনা ঘটছে, তিনি বলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button