অর্থনীতি

আগামী অর্থবছরের বাজেটের আকার সাড়ে ৫ লাখ কোটি টাকা

সরকার আসন্ন (২০২০-২১) অর্থবছরের জন্য সাড়ে ৫ লাখ কোটি টাকার বাজেটের খসড়া তৈরি করেছে। যা চলতি অর্থবছরের (২০১৯-২০) তুলনায় ৫ শতাংশ বেশি।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসন্ন ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেটের খসড়া তৈরি করা হয়েছে। তবে এ বাজেটের আকার চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করে তা চূড়ান্ত করবেন।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠকে বাজেটের আকার চূড়ান্ত করা ছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী অর্থবছরের বাজেটে করোনাভাইরাসের কারণে চাকরি হারানো লাখ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা কিভাবে কম খরচে নিশ্চিত করা যায়, সে বিষয়টি ভাবছে সরকার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button