জাতীয়

নওগাঁর মহাদেবপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ছাত্রদলের বৃক্ষরোপন

নওগাঁ প্রতিনিধি: প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বৃক্ষরোপন করেছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রদল। মহাদেবপুর উপজেলা শাখা ও জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা এ বৃক্ষ ও তাল বীজ রোপনের আয়োজন করে। রোববার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক কাজী আবদুস সোবহান, গোলাম ইয়াজদানী সাম্মী, চঞ্চল রহমান, ইকতিয়ার উদ্দীন দুরন্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শাকিল আহম্মেদ, মেহেরাব হোসেন, গোলাম কিবরিয়া, বাপ্পী কুমার মন্ডল, জুবায়ের আহমেদ, আতিকুর রহমান, কামরুজ্জামান, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলে যুগ্ন আহবায়ক শারুখ আহমেদ সাগর, যুগ্ন আহবায়ক আবু হুরায়রা, সদস্য সঠিব বাবুল দাস, মনিরুজ্জামান লেমন, মোনায়েম হোসেন, নুরুজ্জামান, রবিউল ইসলাম, সাকিব আহমেদ প্রমুখ।
উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে মাতাজী রাস্তার দু’ধারে এসব তালবীজ রোপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলা দশটি ইউনিয়নে এ বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button