আন্তর্জাতিক

দুয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি নয়

খসড়া আগেই প্রকাশ করা হয়েছিল, এবার তা আইন আকারে পাশ করল অসম সরকার। যার জেরে ২০২১ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে নয়া নীতি রাজ্য সরকারের। নিয়মে বলা হয়েছে, দু’য়ের বেশি সন্তান থাকলে আর মিলবে না সরকারি চাকরি। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে আজ জানা গেছে মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে।

মঙ্গলবার এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অসমের শিল্পমন্ত্রী মোহন পটওয়ারি। ‘ইন্ডিয়া-বাংলাদেশ স্টেকহোল্ডার্স মিট’-এ তিনি জানান, ‘গতকাল আমাদের ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২১, ১ জানুয়ারি থেকে দুই সন্তান নীতি না মানলে সরকারি চাকরি মিলবে না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে জননিয়ন্ত্রণে একটি প্রকল্পের খসড়া তৈরি করা হয়। যাতে বলা হয়েছিল, দুটির বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না অসমে। শুধু চাকরি নয়, বিভিন্ন সরকারি প্রকল্পেও এই নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছিল। এমনকী পুরসভা বা পঞ্চায়েত ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button