রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে প্রতিবন্ধী শিশু বলাৎকারের চেষ্টার মামলা, কিশোর গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঘটনার ১৪দিনের মাথায় প্রতিবন্ধী শিশু বলাৎকারের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবার দেওয়া অভিযোগটি শনিবার (১০এপ্রিল) সকালের দিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত আনিছুর রহমান আকাশ (১৫) নামে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের আলম হোসেনের ছেলে। শনিবার দুপুরের দিকে পুলিশ অভিযান চালিয়ে গুয়াগাছি গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
মামলা সুত্রে জানা যায়, বিগত ২৬মার্চ দুপুরের দিকে বাড়ির পাশে আট বছরের ওই শিশুটি খেলা করছিল। একপর্যায়ে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে তাদের বসতবাড়ি সংলগ্ন একটি চাপড়া ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর জোরপূর্বক প্রতিবন্ধী শিশুটিকে বলাৎকারের চেষ্টা চালায় কিশোর আনিছুর রহমান আকাশ। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে অভিভুক্ত আকাশ পালিয়ে যায়। পরে এই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এদিকে এই ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা নিয়ে মরিয়া হয়ে মাঠে নামেন গ্রাম্য মাতব্বররা। গ্রাম্য বিচারের মাধ্যমে আপোষ-রফা করার আশ^াস দিয়ে সময়ক্ষেপন করেন। একইসঙ্গে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতেও বাধার সৃষ্টি করেন। পরবর্তীতে বিচার না পেয়ে সুঘাট ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তার পরামর্শে শনিবার (১০এপ্রিল) সকালে থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন জানান, ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ-রফার চেষ্টা করা হয়। তাই প্রথমে তাদের জানানো হয়নি। কিন্তু সমঝোতা করতে ব্যর্থ হয়ে পুলিশকে জানানোর তাৎক্ষণিক থানায় মামলা নেওয়া হয়। পাশাপাশি মামলায় অভিযুক্ত আনিছুর রহমান আকাশকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button