পু-্র বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বৃহস্পতিবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। সকাল ৯:৪৫মিনিটে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে বৈশাখী র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর বিজন কৃষ্ণ মৃধা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জনাব মাহমুদ হাসান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে ব্যতিক্রমধর্মী বৈশাখী লটারী অনুষ্ঠিত হয়। উক্ত লটারীতে অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণেই পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, অশোকা-ফেলো, পিএইচএফ এন্ড একেএস। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সকলকে বাংলা নবর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঙালি জাতির সংস্কৃতি, প্রথা ও ঐতিহ্যকে লালন করে সকল ভেদাভেদ ভুলে আগামী দিনগুলোতে ভালো থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য তার বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পহেলা বৈশাখ থেকে ভালো কাজ করার শপথ নেওয়ার আহ্বান জানান।