শিক্ষাঙ্গন

ঢাবিতে অষ্টম ‘জাতীয় ছায়া জাতিসংঘ’ শুরু ১২ অক্টোবর

আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে অষ্টম ‘জাতীয় ছায়া জাতিসংঘ’। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিইউমুনা নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিইউমুনা) উদ্যোগে জাতিসংঘের আদলে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের অধিবেশনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘বাণিজ্য বিকাশকে শক্তিশালী করে বৈশ্বিক বৈষম্য হ্রাস করা’।

প্রোগামটি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার মো. মনিরুজ্জামান, ডিইউমুনার মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন উপস্থিত থাকবেন।

অষ্টমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের পাঁচ শতাধিক প্রতিযোগী ছাড়াও ভারত, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, নেপাল ও আফগানিস্তান থেকে প্রতিযোগীরা এই সম্মেলনে যোগ দেবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানগত দক্ষতা বাড়ানো ও সমস্যা সমাধানে তাদের ধারণা তৈরির লক্ষ্যে ২০১২ সাল থেকে ডিইউমুনা এই ছায়া জাতিসংঘ অধিবেশন আয়োজন করে আসছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button