শিক্ষাঙ্গন

প্রাথমিক শিক্ষকদের সুখবর দিল সরকার

প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক ও সরকারি নানা কাজের ব্যস্ততায় প্রধান শিক্ষকরা ক্লাস নিতে পারেন না। বিদ্যমান এমন পরিস্থিতি নিরসনে সরকার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন করেছে।

রবিবার (৩ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন করেছে। এখন দ্রুততার সঙ্গে পদ সৃষ্টি সংক্রান্ত কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘দশম ও একাদশ গ্রেডের জন্য শিক্ষকরা আন্দোলন করছেন। এটি পূরণ করতে বিদ্যমান বিধিমালার সংশোধন দরকার। সেটি সময়সাপেক্ষ। তাই আপাতত সমাধানের একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটি হচ্ছে, সবাইকে একই গ্রেডে নিয়ে আসা। পরে নিয়োগ বিধিমালা সংশোধন করে গ্রেড উন্নীত করা হবে শিক্ষক-এটিইওদের।’

এ দিকে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি খুবই জরুরি বলে উল্লেখ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র বদরুল আলম। তিনি বলেন, ‘প্রধান শিক্ষকদের সরকারি নানা কাজে প্রায়ই বিদ্যালয়ের বাইরে থাকতে হয়। প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করলে অনেকেই দাফতরিক কাজ ছেড়ে গল্পগুজব করেন। শিক্ষার স্বার্থে এ পদ জরুরি। তবে শিক্ষকদের গ্রেড পরিবর্তন সংক্রান্ত দাবি বিবেচনায় রেখেই পদটি সৃষ্টি করতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button