শিক্ষাঙ্গন

মাগুরার সুমাইয়া রহমান হতে চায় ডাক্তার

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমানের কন্যা সুমাইয়া রহমান রিপা এসএসসি পরীক্ষায় খুলনা মিলিটারি কলেজিয়েট (সপংশ) স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। প্রাপ্ত নাম্বার ১১৫০ নাম্বারের মধ্যে ১০৮১ নাম্বার পেয়েছে ৭তম স্থান অধিকার করেছেন। মহম্মদপুর উপজেলার মুখ উজ্জ্বল করায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান তাকে সম্মনণা উপহার বিতরণ করেন। তিনি আগামীর জন্য তার মঙ্গল কামনা করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন সুমাইয়ার পিতা মোঃ রিয়াজুর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী ডাবলুসহ প্রমূখ।জানা যায়, খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল এবাবের এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে বাংলাদেশে তৃতীয় স্থানে রয়েছে। এ স্কুলে ১৮০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ১৮০ জন পরিক্ষার্থীই এ প্লাস পেয়েছেন। এদের মধ্যে ১৪৫ জন পরিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সুমাইয়া রহমান রিপার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি কি হতে চান জানতে চাইলে সে ডাক্তার হয়ে গ্রামের হতদরিদ্র মানুষের বিনামূল্যে সেবা করতে চান। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সুমাইয়ার প্রাপ্ত নাম্বার অনুযায়ী ধারণা করা হচ্ছে সে উপজেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button