শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ দিতে ইচ্ছুক পাট মন্ত্রণালয়

সারাদেশের স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ইতোমধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সূত্র জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাট বিষয়ক সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়ার আগ্রহ প্রকাশ করে পাট মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার সাংবাদিকদের বলেন, সমন্বয় কমিটির সভায় বিনামূল্যের পাঠ্যবইয়ের সঙ্গে পাটের ব্যাগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর বিনামূল্যে শিক্ষার্থীদের ব্যাগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button