সারাদেশ

করোনা সঙ্কটের মধ্যেই হিলি সীমান্তে ভারতীয় ফেনসিডিল ও ট্যাবলেট উদ্ধার

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ১শ’ বোতল ফেনসিডিল ও ৭৩ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছেন বিজিবি। বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর বিওপির বিজিবি সদস্যরা মহাড়াপাড়া মাঠ থেকে এগুলি উদ্ধার করেন।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকালে ৪/৫ জন চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল ও ট্যালেটের একটি চালান মহাড়াপাড়া মাঠ দিয়ে দেশের অন্যত্র পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়ার নের্তৃতে তাদের আটকের চেষ্টা করেন। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। এরপর ওই বস্তা থেকে ১শ’ বোতল ফেনসিডিল ও ৬৬ হাজার পিস নিউসিপ ট্যালেট ও ৭ হাজার ৯শ’ পিস কপিমল ট্যবলেট উদ্ধার করেন। আটককৃত মালামালের সীজার মূল্য ২৫ লক্ষ ৬৪ হাজার টাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button