বিনোদন

জানাজা হবে না, দাফনে থাকবে না স্বজন, ভয়ে ঘরবন্দি মাহী

করোনাভাইরাসের সঙ্গে লড়ছে সারা বিশ্ব। বাংলাদেশের মানুষও ঘরবন্দি। সবার মতোই নিজের ঘরে বন্দি জীবন পার করছেন দেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহী। একদমই বাসা থেকে বের হচ্ছেন না তিনি।

এমনকি বাসার দরজা-জানালাও বন্ধ রাখছেন। ভাবছেন, করোনাভাইরাসের আতঙ্কে এতটাই ভয় পেয়েছেন মাহী? বিষয়টি আসলে তার চেয়েও জটিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে জানাজা হবে না, এমনকি দাফনেও থাকবে না স্বজনরা।

শেষবারের মতো প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরতে পারবেন না। এটা মেনে নিতে পারছেন না মাহী।

এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন মাহী। নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মাহী বলেন, ‘পাঁচ দিন আগে আমি একটি নিউজ দেখেছি। নিউজটা হচ্ছে, একজন মানুষ মারা গেছে, সে মানুষটিকে তার আত্মীয়-স্বজন কেউ দেখতে পাননি এবং মৃত ব্যক্তিকে দুজন লোক গিয়ে দাফন করেছেন। সেদিন থেকেই আমার মধ্যে উপলব্ধি হয়েছে। আমার ভয় হয়েছে।’ মাহী আরো বলেন, ‘আমরা কি মুসলমান হিসেবে চিন্তা করতে পারি যে, আমাদের জানাজায় আমাদের আত্মীয়-স্বজন আসতে পারবে না? কোনো মুসল্লি জানাজা পড়তে পারবেন না? আমরা কি চিন্তা করতে পারি, আমাদের মা-বাবা মারা যাবেন, তাঁদের শেষবারের মতো দেখতে পারব না, তাদের একটাবার জড়িয়ে ধরতে পারব না? সেটা কি আমরা কখনো চিন্তা করতে পেরেছি? পারিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button