রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

নীলফামারী জেলা প্রতিনিধি: অবশেষে নীলফামারীর সৈয়দপুরে চাঞ্চল্যকর নারী নির্যাতন মামলার প্রধান পলাতক আসামী দুলাল হোসনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দ এলাকার জিকরুল হকের মেয়ে আসমা খাতুন (ছদ্মনাম) বাদী হয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকার মৃত নুরুল হক মন্ডলের ছেলে দুলাল হোসেনকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে চলতি বছরের ৩০ অক্টোবর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নাম্বার ২৩। মামলা দায়ের পর অসামী গাঢাকা দেয়। এদিকে নারী নির্যাতনকারী আসামী গ্রেফতার না হওয়ায় বিচারের দাবি জানিয়ে ঢকায় মানববন্ধন করে। ওই নারীর নির্যাতনের বিষয়টি ঢাকা থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হয়। এদিকে পুলিশ আসামীকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদেও ভিত্তিতে এসআই ইন্দ্র মোহন রায়ের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার পল্লবী থানার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, গ্রেফতারের পর রবিবার অসামীকে অদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button