বিনোদন

হলিউডে বাংলাদেশের দুই তরুণ

হলিউডের চলচ্চিত্র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজের সুযোগ পেলেন বাংলাদেশের দুই তরুণ চলচ্চিত্রকার আরিফুর রহমান ও রেজওয়ান শাহরিয়ার। ফিল্ম ইনডিপেনডেন্টের গ্লোবাল মিডিয়া মেকারের আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তাঁরা। এতে সহযোগিতা করছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স।

ছয় সপ্তাহব্যাপী এই আয়োজনে সেখানে আমেরিকার নামকরা সিনেমা পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ীদের তত্ত্বাবধানে সিনেমা নিয়ে কর্মশালা করানো হবে। আয়োজনটি ১ অক্টোবর শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে। দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ সৌদি আরব, তুরস্ক ও লেবানন থেকে ১৮ জন তরুণ চলচ্চিত্রকারকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে প্রযোজক হিসেবে আরিফুর রহমান ও চিত্রনাট্যকার–পরিচালক হিসেবে রেজওয়ান শাহরিয়ারসুযোগ পেয়েছেন। নির্বাচিত দুজন বছরব্যাপী ফেলোশিপ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হলেন। আছে ছয় সপ্তাহ লস অ্যাঞ্জেলেসে থাকার সুযোগ।

এই তরুণদের চলচ্চিত্র তত্ত্বাবধায়ক হিসেবে আছেন হলিউডের নামকরা সব পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্র বিশেষজ্ঞ। এ আয়োজনে চিত্রনাট্য লেখা, প্রযোজনা ও প্রামাণ্যচিত্রের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া নেটফ্লিক্স, স্টেজ ১৩, ওয়ার্নার ব্রাদার্স, অ্যারি, এইচবিওর মতো নামকরা প্রতিষ্ঠান ঘুরে দেখার সুযোগ হবে। রেজওয়ান শাহরিয়ার বলেন, ‘আমি খুবই আগ্রহী মেন্টরশিপ প্রোগ্রামটাতে। এতে অনেকের সঙ্গে মেশার সুযোগ থাকছে। আছে তিনটি শাখায় কর্মশালা। আমি নির্বাচিত হয়েছি চিত্রনাট্য শাখায়। এখানে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) আর মোবাইলে সিনেমা নির্মাণ কর্মশালা করানো হবে। ওখানকার একটা ভিআর কোম্পানি আর কয়েকজন বিশেষজ্ঞকে দিয়ে এটি করানো হবে।’

রেজওয়ান নোনা জলের কাব্য ছবিটি বানিয়েছেন। ছবিটি বিভিন্ন উৎসব ঘুরছে। শিগগির মুক্তি দেওয়া হবে। তিনি নিয়ে যাচ্ছেন আ নিউ প্রফেট প্রকল্পটি। আরিফুর রহমান প্রযোজিত রোকাইয়া ছবিটির সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হয়। আরিফ তাঁর চলচ্চিত্র প্যারাডাইস নিয়ে যাচ্ছেন লস অ্যাঞ্জেলেসে। তিনি বলেন, এটা একজন তরুণ চলচ্চিত্রকারের জন্য যেমন অসাধারণ সুযোগ, তেমনি সম্মানেরও। কারণ, এখানে সরাসরি আবেদন করা যায় না। সারা বিশ্ব থেকে চলচ্চিত্রকারেরা তরুণ চলচ্চিত্রকারদের মধ্য থেকে যাঁদের মনোনীত করেন, তাঁরাই সেখানে সুযোগ পান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button