শিক্ষাঙ্গন

বিইউপি ফিল্মফেস্ট-১৯ শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফিল্মফেস্ট-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে ‘বিইউপি ফিল্ম ক্লাব’ (বিইউপিএফসি) এর উদ্যোগে প্রথমবারের মতো এমন চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, এয়ার কমোডোর মোহাম্মাদ বেলাল।

এ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- ‘সমকাল’, ‘চ্যানেল ২৪’, ‘যমুনা টিভি, ‘রেডিও টুডে ৮৯.৬ এফএম’, ‘ডেইলি বাংলাদেশ’ ও ‘দৈনিক অধিকার’।

উৎসবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে থাকছে- শর্ট ফিল্ম কনটেস্ট, ফিল্ম পোস্টার মেকিং, সিনে কুইজ, সিনে ডিবেট, কস প্লে ইত্যাদি।

এছাড়া ‘হাসিনা : এ ডটার’স টেল’ এবং ‘ফাগুন হাওয়ায়’— এ চলচ্চিত্র দু্টই বিইউপি বিজয় অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে।

সেইসঙ্গে দুই দিনে দুইটি চলচ্চিত্র বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখানে থাকছেন চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবং চিত্রগ্রাহক পংকজ পালিত।

অনুষ্ঠানের শেষ দিন ২৪ তারিখ বিকালে এ উৎসবের অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button