রাজশাহী বিভাগসারাদেশ

নওগাঁয় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

নওগাঁ প্রতিনিধি: সাম্প্রতিক ৩দফা বন্যার ক্ষকিগ্রস্ত কৃষকের মাঝে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্য প্রণোদনা সহায়তার আওতায় নওগাঁয় নাবী জাতের (বি আর ২২) রোপা আমন ধানের চারা বিরতণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সব চারা বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

এসময় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ, নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মফিদুল ইসলাম সহ ক্ষতিগ্রস্থ কৃষকবৃন্দ এবং জেলা ও উপজেলা কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষকিগ্রস্ত ৪৪ জন কৃষকের মাঝে এক আলোচনা সভা শেষে এ সব চারা বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button