স্বাস্থ্য

নবজাতক কন্যা শিশুর ভ্যাজাইনাল ব্লিডিং

প্রথম সন্তানের ক্ষেত্রে বাবা মা অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়ে থাকে। তেমনি একটি অপ্রত্যাশিত ঘটনা হলো নবজাতক কন্যা শিশুর যোনীপথে রক্ত দেখা। তবে এটা শুনতে যতটা ভয়ংকর লাগছে আসলে ব্যাপারটা ততটা জটিল নয়। এটি খুবই স্বাভাবিক ঘটনা।

অনেক নবজাতক কন্যা শিশুর যোনীপথ দিয়ে সাদা বা হলদেটে স্রাব বের হয়, এমনকি রক্তও বের হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় – Pseudo menstration বা ছদ্মমাসিক। এই রক্ত কিছুটা মাসিকের মতো হলেও আসলে এটা মাসিক নয়।

কারণঃগর্ভাবস্থায় শিশু তাদের মায়ের হরমোনের সাথে সংস্পর্শে চলে আসে, আর এই হরমোনের প্রভাবে যোনীপথে ব্লিডিং হয়। গর্ভাবস্থায় মায়ের থেকে প্রাপ্ত হরমোনগুলো শিশুর শরীরে বিশেষ প্রয়োজনীয়। এর মধ্যে কিছু হরমোন শিশু জন্মের পর তার শরীর থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার মাধ্যম হলো যোনিপথ। এই স্রাবই সাদা, হলদেটে, কালচে বা লালচে হয়ে থাকে।
তবে এই ছদ্মমাসিক ছাড়াও বিভিন্ন কারণে শিশুর যোনীপথে রক্ত দেখা দিতে পারে। যেমনঃ
– শিশুর যৌনাঙ্গ পরিষ্কার করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত।
– ব্যাকটেরিয়ার সংক্রমন বা ডায়াপার র‍্যাশের কারণে ত্বক ফেটে গিয়ে রক্তপাত।
– ইনফেকশন হয়েও প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে।
যদি ব্লিডিং এর পরিমাণ বেশি হয় এবং স্রাবের দুর্গন্ধ থাকে তাহলে দেরী না করে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button